বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

নিউইয়র্কে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১৯

আপডেট : ১০ জানুয়ারি ২০২২, ০৬:১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নয় শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় রবিবার (৯ জানুয়ারি) সকালে দিকে এ ঘটনা ঘটে। খবর প্রকাশ করেছে বিবিসি ও সিএনএন।

প্রতিবেদনে বলা হয়েছে, অগ্নিকাণ্ডে ৬৩ জন আহত হয়েছেন এবং ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটজনক। এসব তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

তিনি আরও বলেছেন, ‘এই ঘটনা নিউইয়র্ক সিটির জন্য ভয়াবহ ও বেদনাদায়ক। আগুনের প্রভাব বেদনা এবং হতাশা বাড়াবে।’

নিউইয়র্ক সিটির ৩৩৩ পূর্ব ১৮১ নম্বর সড়কের ১৯ তলা একটি ভবনে এই অগ্নিকাণ্ড। ভবনটির দ্বিতীয় এবং তৃতীয় তলার একটি ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে সকাল ১১টার দিকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ইত্তেফাক/টিএ