শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১৪:৩৮

বগুড়ায় চাঞ্চল্যকর ও আলোচিত স্বেচ্ছাসেবক লীগ নেতা নাজমুল হাসান অরেঞ্জকে প্রকাশ্যে গুলি করে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি শ্যুটার রাসেলকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ইত্তেফাক অনলাইনকে বিষয়টি  নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান।

তিনি জানান, সোমবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানী থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব।  

গত ২ জানুয়ারি রাতে বগুড়া শহরের মালগ্রাম এলাকায় অরেঞ্জ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আপেলকে গুলি করা হয়। এ ঘটনায় অরেঞ্জের স্ত্রী স্বর্ণালি আক্তার ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪-৫ জনকে আসামি করে মামলা করেন। সোমবার রাত ১১টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাজমুল হাসান অরেঞ্জ শহরের মালগ্রাম ডাবতলা এলাকার রেজাউল করিমের ছেলে এবং স্বেচ্ছাসেবক লীগ বগুড়া জেলা শাখার সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ছিলেন।

ইত্তেফাক/এসজেড