বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফগানিস্তানে পাকিস্তানের সিনিয়র তালেবান নেতাকে হত্যা

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১১:৩৮

পূর্ব আফগানিস্তানের নানগারহার প্রদেশে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (পাকিস্তান তালেবান বা টিটিপি) এক সিনিয়র নেতাকে হত্যা করা হয়েছে। এতে সশস্ত্র গ্রুপ ও সরকারের মধ্যে শান্তি আলোচনা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১১ জানুয়ারি) একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, নিহত তালেবান নেতার নাম খালিদ বাল্টি। তিনি টিটিপির মুখপাত্র থাকাকালীন নম দে গুয়েরে মুহাম্মদ খোরাসানি নামেও পরিচিত ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, এটা নিশ্চিত যে হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির নাম খালিদ বাল্টি। আফগান-পাকিস্তান সীমান্তের নিকটবর্তী নানগারহার প্রদেশে তাকে হত্যা করা হয়েছে। তবে এ ঘটনার কারণ এখনো জানা যায়নি।

পাকিস্তানের স্থানীয় মিডিয়াগুলো জানিয়েছে, অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন বাল্টি। তবে সূত্র এই রিপোর্টের সত্যতা নিশ্চিত করতে পারেননি। এক বিবৃতিতে পাকিস্তানি তালেবান জানিয়েছে, তারা ঘটনাটির তদন্ত করছে।

ইত্তেফাক/টিএ