শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে ভারতীয় অ্যাম্বুলেন্স উপহার

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০৬

ভারত সরকারের পক্ষ থেকে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি জীবন রক্ষাকারী অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতের সহকারী হাই কমিশনার সঞ্জীব কুমার ভাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলীর হাতে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন।  

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি সঞ্জীব কুমার ভাটি বলেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াইয়ে ভারত বাংলাদেশকে বিভিন্ন উপায়ে কিট, চিকিৎসা সরঞ্জাম, ভ্যাকসিন সরবরাহ, সক্ষমতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা ভাগাভাগি কর্মশালার মাধ্যমে সহায়তা করেছে। 

উপাচার্য অধ্যাপক ড. এম রোস্তম আলী সভাপতির বক্তব্যে বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল, বর্তমানে তা আরও বেগবান হয়েছে। অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার জন্য তিনি ভারতীয় সরকার ও সে দেশের জনগণকে ধন্যবাদ জানান। 

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এএএম