বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

করোনা ঠেকাতে চীনে নামতে দিচ্ছে না আমেরিকার ফ্লাইট

আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১৯:৫৫

আমেরিকা থেকে আসা দুই ডজনের বেশি বিমানকে চীনে নামতে না দেয়ার নির্দেশ দিয়েছে বেইজিং সরকার। পাশাপাশি আমেরিকাকেও চীনের ফ্লাইট স্থগিতের নির্দেশের আহ্বান জানিয়েছে চীন। আমেরিকায় করোনার উচ্চমাত্রার সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নিলো চীন।

এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান, ডিসেম্বরের শেষের দিকে চীনে আসা ফ্লাইটে কিছু যাত্রীর করোনা পজিটিভ হওয়ায় চীন ফ্লাইট বাতিলের আদেশ দেয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) চীনের বেসামরিক বিমান প্রশাসন আমেরিকা থেকে আসা ২২টি ফ্লাইটের অবতরণ বাতিল করে দেয়। মার্কিন ডেল্টা এয়ারলাইন্স জানিয়েছে, তারা শুক্রবার ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার বেশ কয়েকটি  ফ্লাইট বাতিল করেছে।

চীনের বেসামরিক বিমান প্রশাসন বলেছে, তারা ডেল্টা এয়ারলাইন্সের সিয়াটেল থেকে সাংহাই যাওয়ার আরও দুটি ফ্লাইট বাতিল করবে। এছাড়া, সামনের সপ্তাহে ডেট্রয়েট থেকে সাংহাই যাওয়ার ছয়টি ফ্লাইট বাতিল করবে। সব মিলিয়ে এই এয়ারলাইন্সের মোট দশটি ফ্লাইট বাতিল হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি