বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লস অ্যাঞ্জেলসে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৭:৪৪

পশতুনদের গণহত্যার বিরুদ্ধে লস অ্যাঞ্জেলসে পাকিস্তান কনস্যুলেটের সামনে বিক্ষোভ করেছে পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)। প্রায় ২০০ জন পশতুন পতাকা ও প্ল্যাকার্ড হাতে নিয়ে সোমবার (১০ জানুয়ারি) একটি শান্তিপূর্ণ মিছিল করেন।

ভারতীয় সংবাদমাধ্যম এক প্রতিবেদনে জানায়, পশতুন জনগণের গণহত্যার বিরুদ্ধে একটি বিক্ষোভে তারা "পাকিস্তান সন্ত্রাসীদের জননী", "পশতুন গণহত্যা বন্ধ করুন", "প্রয়োগকৃত গুম বন্ধ করুন" লেখা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন তারা।

কনস্যুলেটের সামনে বক্তৃতাও দেওয়ার সময় তারা বলেন, পাকিস্তানের সমর্থন সন্ত্রাসী সংগঠনের অর্থায়নে খাইবার পাখতুনখোয়া প্রদেশে পশতুনদের অবৈধ গুম এবং হত্যা করছে পাকিস্তানের বর্তমান সরকার।

ইত্তেফাক/এএইচপি