রাজধানীর শ্যামপুরে লাল মসজিদের কাছে আলম গার্মেন্টসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। শনিবার দিবাগত রাত ২টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
এর আগে শনিবার রাত ১১ টা ৪৫ মিনিটে লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল ইউনিটের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ দৈনিক ইত্তেফাক অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। তবে আগুনের সূত্রপাত কীভাবে, সে বিষয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।