শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফানুস-আতশবাজি বন্ধে হাইকোর্টে রিট

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৯:৩৯

নববর্ষ ও যে কোনো উৎসবে আতশবাজি এবং ফানুস উড়ানো বন্ধ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন মিজানুর রহমান নামে এক আইনজীবী।

রিটে নববর্ষ বা অন্য কোনো উৎসবে শহর এলাকায় ফানুস উড়ানো পুরোপুরি নিষিদ্ধ চাওয়া হয়েছে। ফানুস উড়িয়ে মানুষের মানসিক ক্ষতি করায় এ রিটটি করা হয়।

সেই সঙ্গে থার্টি ফার্স্ট নাইটে আতশবাজির আতঙ্কে মারা যাওয়া শিশু উমায়েরের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও চেয়েছেন রিটকারী আইনজীবী।

 

 

ইত্তেফাক/এনএ