বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইবিতে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ১৫:৫৩

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘ক্লিন ক্যাম্পাস কর্মসূচি’ শুরু হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বর থেকে এ কর্মসূচি শুরু হয়। বিভাগের শতাধিক শিক্ষার্থী ২০টি ভাগে ভাগ হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থানের ময়লা আবর্জনা পরিস্কার-পরিচ্ছন্নতার মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচি পালন করেন। এ কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে বলে জানান আয়োজকরা।

এ প্রসঙ্গে বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর ড. মো. শফিকুল ইসলাম বলেন, ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আমরা আমাদের বিভাগের পক্ষ থেকে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি শুরু করেছি। এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি 'আমার ক্যাম্পাস আমি পরিষ্কার রাখবো' এই বার্তাটা সবাইকে দিতে চাই।

ইত্তেফাক/এসটিএম