দেশের কুখ্যাত হেরোইন পাচারকারীকে গ্রেফতার করেছে স্পেনের পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ৫৫ কিলোগ্রাম হেরোইন। রবিবার (১৬ জানুয়ারি) তাকে গ্রেফতার করার পর তদন্তকারীরা ওই পাচারকারীকে স্পেনীয় পাবলো এসকোবার বলে উল্লেখ করেছেন।
বছরের পর বছর ধরে মাদক চক্র চালাচ্ছিলেন তিনি। টলেডো শহরে বসে নেদারল্যান্ডস থেকে হেরোইন আমদানি করে সারা দেশে বিশেষ করে স্পেনের মধ্যভাগ এবং পশ্চিমাঞ্চলে ছড়িয়ে দিতেন।
মাদক পাচারে জড়িত থাকার অভিযোগে তিন নারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদ্রিদ, টলেডো এবং কাকেরাস শহরের আটটি জায়গায় অভিযান চালায় তারা। টুইটারে একটি ভিডিও পোস্ট করেছে স্পেনীয় পুলিশ। সম্প্রতি মাদক পাচার চক্র ফাঁসের অন্যতম বড় ঘটনা এটি।
মূল সন্দেহভাজনের সঙ্গে তুরস্কের ইস্তানবুলের এক নাগরিকের যোগ ছিল বলেই মনে করছে পুলিশ। ওই ব্যক্তিকে দ্য প্যারালাইটিক বলে উল্লেখ করা হয়েছে। গত মার্চ থেকে শুরু হয়েছিল গ্রেপ্তারি অভিযান। প্রথমে মাদ্রিদ ও পরে টলেডোর নাম উঠে আসে তদন্তে। স্পেনের গ্রামীণ এলাকায় একাধিক ঠেক ছিল পাচারকারীদের। বিভিন্ন জায়গায় পাচারের আগে মাদকে ভেজাল মেশানো হত বলে জানিয়েছে পুলিশ।