শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কচুয়ায় সেলিম মাহমুদের ১১ হাজার কম্বল বিতরণ 

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২২:২৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার উপহার হিসেবে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড.  সেলিম মাহমুদ। গত ১২ এবং ১৬ জানুয়ারি চাঁদপুরের কচুয়ার বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা এবং এতিমখানায় প্রায় ১১ হাজার মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি।

কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ মাঠ, সাচার হাই স্কুল মাঠে, অটোমোর প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, খলাগাঁও প্রাথমিক বিদ্যালয় মাঠ, হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠ, তেতৈয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠ, সহদেবপুর ইউনিয়নের মালচোয়া প্রাথমিক বিদ্যালয় মাঠ, রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠ, আশ্রাফপুর নতুন বাজার মাদ্রাসা মাঠ ও নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে কম্বল বিতরণের এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাবউদ্দিন চৌধুরী সোহাগ, কচুয়া পৌরসভার মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল নজরুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকার, আওয়ামী লীগের উপকমিটির সদস্যবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

ইত্তেফাক/জেডএইচডি