বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইয়েমেনে বিমান হামলায় ১১ জন নিহত

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১:১৬

ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানায় বিমান হামলায় ১১ জনের প্রাণহানি ঘটেছে। বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এ হামলা চালানো হয়েছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।   

নিহতদের একজনের আত্মীয় আকরাম আল-আহদাল বলেছেন, এগারো জন নিহত হয়েছে। ধ্বংসস্তুপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে।

আহদাল বলেন, বিমান হামলায় দুটি বাড়ি ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। সৌদি নেতৃত্বাধীন সরকারপন্থী জোটের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত বিদ্রোহী বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করার কয়েক ঘণ্টা পর সোমবার এই হামলা চালানো হয়েছে।

হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে বারবার আন্তসীমা হামলা চালিয়ে যাচ্ছে। তবে ইয়েমেনি বিদ্রোহীরা হামলা চালানোর দাবি করার পর সংযুক্ত আরব আমিরাত এই প্রথমবার দেশের অভ্যন্তরে প্রাণঘাতী হামলার বিষয়টি স্বীকার করেছে।  

ইত্তেফাক/এএইচপি