গত সোমবার ও মঙ্গলবার দুই দিনের তুষারপাতে পুরো কানাডায় বিপর্যয় নেমে এসেছে। পথঘাট ঢেকে গেছে বরফে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, টরন্টো শহরে ৩৬ সেন্টিমিটার তুষার পড়েছে। ফলে সকল শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত, কলকারখানা, ব্যাংক, বাজার বন্ধ ঘোষণা করা হয়েছে। ট্রেন, বাস এবং অন্যান্য যানবাহন অচল হয়ে পড়ে। হাইওয়েসহ বিভিন্ন স্থানে বরফের ঢিবির মধ্যে আটকে যায় প্রচুর যানবাহন।
গ্রেটার টরন্টো শহরের ৫ হাজার ৬০০ কিলোমিটার আবাসিক রাস্তা, ট্রানজিট রুট, ফুটপাত ও এক্সপ্রেসওয়ে বরফে ঢেকে যায়। ২০০টি লবণের ট্রাক বরফ সরানোর কাজ করছে। নায়াগ্রাও তুষারপাতে ঢেকে যায়।
মেয়র জন টরি এই ঝড়কে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ঝড় বলে নগরবাসীকে অবহিত করেন।