শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

যুবাদের সামনে আজ ঘুরে দাঁড়ানোর মিশন

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১১:৩৯

বর্তমান চ্যাম্পিয়ন হয়েও টুর্নামেন্টের শুরুটা বাজেভাবে করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কাছে হেরেছিল ৭ উইকেটের বড় ব্যবধানে। যদিও যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা এখনো সহজই বলা যায়।

গ্রুপের বাকি দুই দল কানাডা ও সংযুক্ত আরব আমিরাত তুলনামূলক দুর্বলই। কিন্তু পচা শামুকে পা কাটলেই বিপদ। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আজ (২০ জানুয়ারি) সেন্ট কিটসে রাকিবুল হাসানদের সামনে কানাডা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ইংল্যান্ডের বিপক্ষে হারের পর বাকি দুই ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক রাকিবুল বলেছিলেন, ‘আমাদের দুটি ম্যাচ বাকি। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে দুটিই জিততে হবে। সেরা ক্রিকেটটা খেলতে হবে। আশা করি, ওদের হারাতে পারবো।’

বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার কারণ ব্যাটিং। ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯৭ রানেই গুটিয়ে যায় যুবা টাইগাররা। শেষ দিকে রিপন মন্ডল ৩৩ রান না করলে অলআউট হতে হতো আরও আগেই। তবে আজকের ম্যাচে ব্যাটিং নিয়ে আশাবাদী রাকিবুল। তিনি বলেছেন, ‘আশা করি, ব্যাটিংয়ে ভালো কিছু করে পরের ম্যাচে ঘুরে দাঁড়াবো।’ অন্যদিকে, ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় হার দিয়ে আসর শুরু করেছে কানাডা।

ইত্তেফাক/টিএ