গাজীপুরের শ্রীপুরের কাওরাইদ রেল স্টেশনে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে দু’টি যাত্রীবাহী বগিসহ ৪৩নং মহুয়া আপ ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।
তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। এদিকে দুর্ঘটনার কারণে বন্ধ রয়েছে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ।
কাওরাইদ স্টেশন মাস্টার আমিনুল ইত্তেফাককে জানান, তাকে (মাস্টারকে) না জানিয়ে ১নং লাইনে লাইন খালাসীরা সকালেই লাইনের স্লিপার খুলে লাইন মেরামত করছিল। এসময় ট্রেন আসার সময় হলে তিনি সাতখামাইর স্টেশনকে লাইন ক্লিয়ার সিগন্যাল দিলে ট্রেনটি ১নং লাইনে প্রবেশ করার সাথে সাথে লাইন ফাঁক হয়ে গেলে বগীসহ ইঞ্জিন লাইনচ্যুত হয়।