করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের কবলে পড়েছে ভারত। দেশটিতে হু হু করে বাড়ছে ভাইরাসের আক্রান্তের সংখ্যা। যা রেকর্ড ভাঙছে গত আট মাসের রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সংক্রমণ গত কয়েক দিনের রেকর্ড ভেঙেছে। একদিনেই আক্রান্ত হয়েছে ৩ লাখ ১৭ হাজার মানুষ। একদিন আগেই এই সংখ্যা ছিল ২ লাখ ৮২ হাজার ৯৭০ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
ভারতের ২৯টি রাজ্যে এখন পর্যন্ত ৮ হাজার ২০৯ জনের দেহে করোণার অতি সংক্রামক ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। মূলত করোনার এই ভ্যারিয়েন্টের কারণেই সম্প্রতি ভারতসহ বিভিন্ন দেশে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
শুধু মহারাষ্ট্রে ওমিক্রন শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৮ জনের। ওই রাজ্যে ওমিক্রনে আক্রান্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। এরপরেই আছে পশ্চিমবঙ্গ। সেখানে ওমিক্রনে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬৭২ জন।