শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কোয়ারেন্টাইন ছাড়াই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন পর্যটকরা 

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:২০

ফের পর্যটকদের জন্য সুখবর দিলো থাইল্যান্ড। দেশটি বৃহস্পতিবার (২০ জানুয়ারি)  জানিয়েছে, করোনার টিকা নেওয়া ব্যক্তিরা কোয়ারেন্টিন ছাড়াই আগামী ১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে  ভ্রমণ করতে পারবেন। দেশটিতে করোনার প্রকোপ কমে যাওয়ায় করোনা টাস্ক ফোর্স এই সিধান্ত নিলো। 

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক মাস আগে বিশ্বব্যাপী ওমিক্রন ধরন ছড়িয়ে পড়ায় এই সিধান্ত থেকে সরে আসে দেশটি। তবে এক মাস পরেই নতুন করে দেশটি এই সিধান্ত নিলো। 

সরকারের মুখপাত্র থানাকর্ন ওয়াংবুনকংচানা এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই নীতিতে পর্যটকদের নেমেই করোনা পরীক্ষা করতে হবে।  

এছাড়া দেশটির কর্তৃপক্ষ যেসব রেস্টুরেন্টে মদ পানের সেবা রয়েছে সেসবের সময় বাড়িয়েছে। করোনায় দেশটিতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ায় নতুন করে এই সিধান্ত নিলো। 

দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২৩ লাখ লোক করোনায় আক্রান্ত হয়েছে। এতে মারা গেছে প্রায় ২২ হাজার লোক। এছাড়া দেশটির তিন ভাগের দুই ভাগ লোক করোনার টিকা নিয়েছেন।

ইত্তেফাক/এসআর