বুধবার, ০৭ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফেনসিডিল-হেরোইনসহ গ্রেফতার ৬৫

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:৩৯

হেরোইন-ফেনসিডিল এবং অন্যান্য মাদকসহ ৬৫ জনকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক সেবন ও বেচাকেনায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে যেসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে তার মধ্যে রয়েছে— ৭৭১১ পিস ইয়াবা, ৭৮ গ্রাম হেরোইন, ৪৮ বোতল ফেনসিডিল এবং ৩১ কেজি ৭৩০ গ্রাম ৭০ পুরিয়া গাঁজা।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

 

ইত্তেফাক/এমএএম