শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

চীনের ৪৪টি ফ্লাইট বাতিল করলো যুক্তরাষ্ট্র 

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৮:৩০

চীনের পতাকাবাহী ৪৪টি যাত্রীবাহী ফ্লাইট বাতিল করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২১ জানুয়ারি) মার্কিন পরিবহন বিভাগ জানিয়েছে, করোনা বিধিনিষেধের আওতায় এসব ফ্লাইট বাতিল হবে। 

মার্কিন পরিবহন বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, এই স্থগিতাদেশ শুরু হবে ৩০ শে জানুয়ারি সিয়ামেন এয়ারলাইন্সকে দিয়ে। এই সিদ্ধান্ত বহাল থাকবে সিয়ামেন, এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ক্ষেত্রে। এটি স্থগিতাদেশ ২৯ মার্চ পর্যন্ত চলবে। 

এর আগে গত বছরের ৩১ ডিসেম্বর থেকে চীনা বিমান চলাচলকারী কর্তৃপক্ষ করোনার অজুহাতে যুক্তরাষ্ট্র থেকে শিডিউলভুক্ত ৬০টির বেশি ফ্লাইট বাতিল করে। এরমধ্যে ছিল ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড ছাড়াও আমেরিকান এয়ারলাইন্স। 

 

ইত্তেফাক/এসআর