সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর খুললো সেই রাস্তা

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২১:৫৪

জামালপুরের বকশীগঞ্জে বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে রাখা রাস্তাটি খুলে দেওয়া হয়েছে। দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর শনিবার দুপুরে রাস্তাটি যাতায়াতের জন্য খুলে দেন বগারচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম। রাস্তাটির জন্য দীর্ঘ সাত মাস অবরুদ্ধ ছিল বগারচর ইউনিয়নের উত্তর ধারারচর গ্রামের পাঁচটি পরিবার।

জানা যায়, সাত মাস পূর্বে পারিবারিক বিষয় নিয়ে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের উত্তর ধারারচর গ্রামের বাসিন্দা নুর নবীর সঙ্গে প্রতিবেশী এনামুল হকের ঝগড়া বাধে। এরফলে বাঁশের বেড়া দিয়ে শত বছরের পুরনো রাস্তা বন্ধ করে দেন এনামুল হক। ফলে পাঁচটি পরিবারের নারী ও শিশুসহ প্রায়  ৫০ জন সদস্য অবরুদ্ধ হয়ে পড়ে। ৭ মাস যাবত্ ওই ৫ পরিবারের সদস্যরা ভিন্ন পথে চলাচল করে আসছিলেন। এই ঘটনায় একাধিকবার গ্রাম্য সালিশ বৈঠক হলেও এনামুল হক তা মানেননি। তাই কোনো সমাধানও হয়নি।

গত শুক্রবার ইত্তেফাকের শেষ পৃষ্ঠায় ‘বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ, বকশীগঞ্জে পাঁচ পরিবার সাত মাস যাবত্ অবরুদ্ধ’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর টনক নড়ে স্থানীয় প্রশাসনের। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেন। শনিবার উত্তর ধারারচর গ্রামে গিয়ে উভয়পক্ষের সঙ্গে কথা বলে বন্ধ রাস্তাটি খুলে দেন চেয়ারম্যান। 

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুম বলেন, ‘আমি সদ্য নির্বাচিত হয়েছি। বিষয়টি জানা ছিল না। সংবাদ প্রকাশের পর ইউএনও আমাকে বিষয়টি জানান। এরপরই দুই জন ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই এলাকায় যাই। পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে রাস্তাটি খুলে দিয়েছি।