বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি ব্লকে লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সোমবার ( ২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে সন্ধ্যা ৬টা ২১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডি-ব্লকের ১৪ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে তারা সন্ধ্যা ৭টার দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে এরশাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় রোগীর স্বজনরা দ্রুত ভবন থেকে নেমে আসে। এছাড়া আগুন লাগার খবর পেয়ে উৎসুক জনতা সেখানে ভিড় করে।