অন ডিমান্ড দেশীয় রাইড শেয়ারিং অ্যাপ ডিজিটাল রাইড চালক এবং গ্রাহকদের জন্য নতুন বছরে নিয়ে এসেছে দারুণ অফার। মাসব্যাপী শুরু হওয়া এই অফারে চালকদের জন্য থাকছে বোনাস।
ডিজিটাল রাইডের সিইও ফখরুল ইসলাম চৌধুরী বলেন, ‘চালকদের আয় বাড়াতে এবং তাদের জীবনমানের উন্নয়নে সুযোগ তৈরি করেছে ডিজিটাল রাইড। রাইডার কমিউনিটির ইনকাম আরও বাড়াতে এবং নিরাপদ ও নির্ভরযোগ্য রাইড শেয়ারিং সেবা দেয়ার লক্ষ্যে রাইডার ও গ্রাহকদের জন্য আমরা নতুন বছরে এ অফার নিয়ে এসছি।’অফার চলাকালীন সময়ে একজন রাইডার সকাল ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত প্রতিদিন মাত্র ১০ ঘন্টা অনলাইনে থাকলেই বাইকের জন্যে ২০০০ এবং কার এর জন্যে ৩০০০ টাকা।
অন্যদিকে গ্রাহক বাইক রাইডের ক্ষেত্রে DRL50 প্রমো কোড ব্যবহার করে পাবেন ৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং কার রাইডের ক্ষেত্রে গ্রাহকরা DRL100 প্রমো কোড ব্যবহার করে পাবেন ১০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট মোট ১০ টি রাইডে।
ডিজিটাল রাইড নিয়ে এসেছে পার্সেল সার্ভিস। যেসব তরুণ উদ্যক্তারা ইন্সট্যান্ট পণ্য ডেলিভারি নিয়ে ঝক্কি পোহাতে হয় তাদের জন্যে ডিজিটাল পার্সেল ইন্সট্যান্ট ডেলিভারি সার্ভিস নিয়ে এসেছে। কাস্টমাররা একই অ্যাপ থেকে Dparcel প্রোমো কোড ব্যবহার করে প্রথম দুইটি পার্সেল সার্ভিসে পাবেন ১৫% ডিসকাউন্ট। অফার চলবে ১৫ই জানুয়ারি ২০২২ থেকে ১৪ই ফেব্র‚য়ারি ২০২২ পর্যন্ত।