শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ক্যামেরুনে স্টেডিয়ামে পদদলিত হয়ে নিহত ৬, আহত বহু 

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০৭:৫৯

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্ডেতে এক স্টেডিয়ামের বাইরে পদদলিত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কয়েক ডজন। দেশটির স্থানীয় সময় সোমবার (২৪ জানুয়ারি) স্টেডিয়ামটিতে আফ্রিকা কাপ অব নেশনসের একটি ফুটবল ম্যাচের আগে ঘটেছে এই ঘটনা।     

ক্যামেরুনের মধ্য অঞ্চলের গভর্নর নাসেরি পল বিয়ার বলেন, 'নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা মোট নিহতের সংখ্যা জানাতে পারছি না।' 

নিকটবর্তী মেসাসি হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তত ৪০ জন আহত ব্যক্তিকে তারা পেয়েছেন। আহতদের পুলিশ এবং বেসামরিক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসে। 

ওই হাসপাতালের এক নার্স বলেন, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে প্রবেশের জন্য ধাক্কাধাক্কি করছেন। সেখানেই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ওই স্টেডিয়ামের ধারণক্ষমতা ৬০ হাজার।

ম্যাচটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, খেলা দেখতে প্রায় ৫০ হাজার মানুষ স্টেডিয়ামে প্রবেশের চেষ্টা করছিলেন।

জানা যায়, পদদলিত হওয়ার ঘটনার পরও স্টেডিয়ামটিতে ক্যামেরুন ও কমোরোসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। ম্যাচে ২-১ গোলে জয় পায় স্বাগতিকেরা । বিবিসি, ফ্রান্স ২৪।