পাকিস্তানের মানবাধিকার কমিশন (এইচআরসিপি) লাহোরে সাংবাদিক হত্যার নিন্দা জানিয়েছে। সোমবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি হাসনাইন শাহ নামে পাকিস্তানের এক বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী সাংবাদিককে লাহোরের প্রেস ক্লাবের সামনে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনার পর তীব্র নিন্দার ঝড় ওঠে দেশটির মিডিয়ায়। এবার এইচআরসিপি থেকেও এমন কর্মকান্ডের নিন্দা জানানো হলো।
এক বিবৃতিতে এইচআরসিপি জানায়, ক্যাপিটাল টিভির অনুসন্ধানী সাংবাদিক হাসনাইন শাহকে গুলি হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হচ্ছে। এই ঘটনা পাকিস্তানে সাংবাদিকদের নিরাপত্তাহীনা ও আইনবহির্ভুত হত্যার আরও একটি উদাহরণ।
জানা যায়, ঘটনার দিন লাহোরের প্রেস ক্লাবের সামনে একটি গাড়িতে বসে ছিলেন হাসনাইন। এসময় মোটরসাইকেলে করে হামলাকারী এসে তাকে গুলি করে তাকে হত্যা করে।