শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অস্ট্রেলিয়ার অনুরোধে পাকিস্তানের ‘না’

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৮:৪৪

চলতি বছরের মার্চে পাকিস্তানের মাটিতে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের কারণে টেস্ট সিরিজের সবগুলো ম্যাচই এক ভেন্যুতে আয়োজনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনুরোধ করেছিলো দেশটির ক্রিকেট বোর্ড। কিন্তু তাদের সেই অনুরোধ আমলে নেয়নি পিসিবি।

কোভিডের কারণে পাকিস্তান সফরে ভ্রমণ কমিয়ে আনতে একটি ভেন্যুতেই লংগার ভার্সনের সিরিজের সবগুলো ম্যাচ আয়োজনের অনুরোধ করেছিল অস্ট্রেলিয়া। তবে অস্ট্রেলিয়ার অনরোধে সাড়া না  দিয়ে নিজেদের সিদ্ধান্তে অবিচল থাকছে পিসিবি। এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেন, ‘টানা ১৯ দিন একই ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব নয়। করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে তিনটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া।’

পিসিবি ঐ কর্মকর্তা আরও বলেন, ‘করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি সব জায়গায় যতটা সম্ভব উপযুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করবে পিসিবি। মাঠে দর্শক প্রবেশ বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’

টেস্ট সিরিজ ছাড়াও পাকিস্তান সফরে আরও তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টেস্ট সিরিজ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অর্ন্তভুক্ত। ২৯ মার্চ থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দুই দল। যা বিশ্বকাপ সুপার লিগের অংশ। ১৯৯৮ সালের পর প্রথমবার পাকিস্তান সফর করছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

 

ইত্তেফাক/জেডএইচডি