আলিশা লেহম্যান, বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী ফুটবলারদের মধ্যে একজন। সুইজারল্যান্ডের এই কন্যা খেলেন দেশটির জাতীয় দল ও ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার হয়ে। ফুটবলের সঙ্গে পায়ের কারুকাজ ও দক্ষতার জন্য এই ফরোয়ার্ডের ভক্ত বিশ্বজুড়ে। তার সৌন্দয্যে মুগ্ধ হয়নি, এমন মানুষের সংখ্যা খুব কম।
তবে ভক্তদের জন্য একটা দুঃসংবাদ আছে। শুনলে হয়তো মন ভাঙতেও পারে, সুইস কন্যা যে সিঙ্গেল নন। ব্রাজিলিয়ান ফুটবলার ডগলাস লুইজের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আলিশা। তাদের ইন্সটাগ্রাম হেন্ডেলে দু'জনের চুম্বনরত একটি রোমান্টিক ছবি এখন শোভা পাচ্ছে। মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে সেটি শেয়ার করেছেন ডগলাস লুইজ ও আলিশা দু'জনই।
২৩ বছর বয়সী ডগলাস লুইজও অ্যাস্টন ভিলার হয়ে খেলেন। তিনি ব্রাজিল জাতীয় দল ও ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব অ্যাস্টন ভিলার সেন্ট্রাল মিডফিল্ডার। আলিশা লেহম্যানও ২৩ বছর বয়সী।