কমনওয়েলথ গেমসের চূড়ান্ত পর্বে খেলতে না পারার ব্যর্থতা এখনো কাঁদাচ্ছে বাংলাদেশের মেয়েদের। শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে বাছাইপর্ব উতরাতে পারেনি তারা।
সেই ম্যাচে ৩৬ বলে ৩৬ রান করেছিলেন মুর্শিদা খাতুন। এর আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৫০ রান করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এই ওপেনার। টুর্নামেন্টে ১২৬ রান করার স্বীকৃতি স্বরুপ র্যাংকিংয়ের বড় লাফ দিয়েছেন তিনি। ১০ ধাপ এগিয়ে উঠে এছেন টি-২০ ব্যাটিং র্যাংকিংয়ের ৪৮ নম্বরে।
র্যাংকিংয়ে বাংলাদেশের হয়ে সেরা অবস্থানে আছেন নিগার সুলতানা জ্যোতি (২৯)। মুর্শিদার আগে আছেন আরও দুইজন ফারজানা হক (৪২) ও সালমা খাতুন (৪৩)।
এদিকে, টি-২০ বোলিং র্যাংকিংয়ে অবনমন হয়েছে নাহিদা আক্তার ও জাহানার আলমের। কমনওয়েলথ গেমসের বাছাইপর্বে ১০ উইকেট নিয়েও তিন ধাপ নেমে ২৮ নম্বর স্থানে নাহিদা আক্তার। চার ধাপ পেছনে গিয়ে ৩৩ নম্বরে আছেন দল থেকে বাদ পড়া জাহানারা।