বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে পশ্চিমারা: মস্কো

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৯

আমেরিকা এবং তার পশ্চিমা মিত্র দেশগুলো রুশভীতি ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ইউক্রেনে অস্ত্রের বন্যা বইয়ে দিচ্ছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া।

জাতিসংঘে রাশিয়ার স্থায়ী মিশন বুধবার (২৬ জানুয়ারি) তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে জানায়, ইউক্রেন নিয়ে রাশিয়ার এবং আমেরিকা ও তার মিত্রদের মধ্যে যখন প্রচণ্ড সামরিক উত্তেজনা চলছে তখন মস্কোর পক্ষ থেকে এসব অভিযোগ আনা হলো।

আমেরিকা ও তার মিত্ররা বলছে, ইউক্রেনে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। অন্যদিকে মস্কো বলছে, ভিত্তিহীন অজুহাত তুলে রাশিয়ার দোরগোড়ায় সেনা মোতায়েনের ব্যবস্থা করেছে আমেরিকা। মার্কিন সরকার ও তার মিত্ররা বলেছে, তারা তাদের সেনাদেরকে প্রস্তুত রেখেছে এবং পূর্ব ইউরোপে অস্ত্র মোতায়েন বাড়িয়েছে।

মস্কো বলছে, কেন আমেরিকা ও তার মিত্ররা রুশ সীমান্তবর্তী দেশগুলোতে বিপুল পরিমাণ অস্ত্র ও সেনা মোতায়েন করছে তার যৌক্তিক ও গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই।

এর আগে, গত সোমবার আমেরিকা ঘোষণা করেছে যে, রুশ আগ্রাসন মোকাবেলার জন্য পূর্ব ইউরোপে মোতায়েন করতে তাদের সাড়ে আট হাজার সেনা উচ্চ সতর্কাবস্থায় রখা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি