বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

রাশিয়ার ওপর আগের চেয়ে কড়া অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ২১:৩৬

রাশিয়া যদি ইউক্রেন আক্রমণ করে তবে ২০১৪ সালের তুলনায় অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও কড়া হবে বলে হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রতিবেদনে এমন তথ্য দিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা। 

ওয়াশিংটনে একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা সংবাদ বিবৃতিতে বলেছেন, আমরা এ রকম নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত যা ২০১৪ সালে বিবেচনা করা হয়নি।

পরে, প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদদাতাদের বলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন আক্রমণ করলে তিনি নিজেই দেখবেন নিজের উপরই অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য অভিনব রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করতেও প্রস্তুত। এই রপ্তানি নিয়ন্ত্রণগুলিকে যুক্তরাষ্ট্রের বৃহত্তর জাতীয় নিরাপত্তার স্বার্থে বাণিজ্য বিধিনিষেধ হিসাবে ভাবতে পারেন।

যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা ক্রিমিয়া দখলের পর মস্কোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিল, কিন্তু তা শেষ পর্যন্ত অকার্যকর প্রমাণিত হয়েছিল এবং উপদ্বীপটি রাশিয়ার নিয়ন্ত্রণেই থেকে যায়।

ইত্তেফাক/এএইচপি