শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২১:৪০

ইরাকের রাজধানী বাগদাদের বিমানবন্দরে ৬ টি রকেট হামলা চালানো হয়েছে। আজ শুক্রবার (২৮ জানুয়ারি) এই হামলা চালানো হয়। খবর এএফপি’র। 

প্রতিবেদনে বলা হয়েছে, এতে কেউ হাতাহত হয়নি। তবে একটি বেসমারিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। রকেটগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে বা পার্কিং এলাকায় আঘাত করে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, একটি বেসামরিক বিমান রকেটের আঘাতে ক্ষতিগ্রস্থ হয়েছে। একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হামলায় ছয়টি রকেট বিমানবন্দরের বেসামরিক স্থাপনায় আঘাত করে এবং এতে অবস্থানরত একটি বিমানের ক্ষতি হয়েছে।

আরেকটি সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বোয়িং ৭৬৭ বিমানটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইরাকি এয়ারওয়েজের। বিমানটির মেরামত চলছিল।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ইত্তেফাক/এসআর