মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

‘বিধ্বস্ত অর্থনীতি রূপান্তরে বঙ্গবন্ধুর ছিল লড়াকু পদক্ষেপ’ 

আপডেট : ৩০ জানুয়ারি ২০২২, ২০:০৩

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, বিধ্বস্ত অর্থনীতি রূপান্তরে বঙ্গবন্ধু লড়াকু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তার সাহসী পদক্ষেপে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বঙ্গবন্ধুর দেখানো পথে দেশ এগিয়ে চলছে। যেন আজও পথ দেখাচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

রবিবার (৩০ জানুয়ারি) ‘বঙ্গবন্ধুর দেয়া লড়াকু মন এবং বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তর’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে মুখ্য আলোচকের বক্তব্যে তিনি এ সব কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনের অংশ হিসেবে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে এই সেমিনারের আয়োজন করা হয়।  

সেমিনারে ড. আতিউর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে, বাংলাদেশের অর্থনীতির অভাবনীয় রূপান্তরে বঙ্গবন্ধুর নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন। তিনি বলেন, নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্ক্ষা শুরু থেকেই বঙ্গবন্ধুর রাজনীতির কেন্দ্রে ছিল। সদ্য প্রতিষ্ঠিত রাষ্ট্রের কল্যাণমুখী ও অন্তর্ভুক্তিমূলক নীতি নিশ্চিত করেছিল তাঁর সংবিধান। 

সেমিনারে সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ অধ্যাপক তালাত সুলতানা বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। তাঁর স্বপ্ন পূরণে তরুণ প্রজন্মকে বেশি কাজ করতে হবে। তবেই সোনার বাংলা গড়া সম্ভব হবে।

কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সালমা মুক্তার সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মহিউদ্দিন, বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকীসহ কলেজের সকল বিভাগীয় প্রধানেরা। এছাড়া কলেজ ছাত্রলীগের সভাপতি মো. রিপন মিয়া, সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল মোড়লসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ইত্তেফাক/ইউবি