ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের (২০১৬-১৭) পরীক্ষা সশরীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৭ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হবে ২২ মার্চ।
রবিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রুটিন প্রকাশ করা হয়।
রুটিনে বলা হয়েছে, পরীক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০ সনের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা নিম্নোক্ত তারিখ ও সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত দিনে সকাল ৯টায় এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সীমা কতক্ষণ হবে তা জানানো হয়নি। আর ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি সাতটি কলেজ হল— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ও মিরপুর সরকারি বাঙলা কলেজ।