কুড়িগ্রাম চিলমারীতে ইট বোঝাই শ্যালোচালিত ট্রলির চাকায় পিষ্ট হয়ে শাহানাজ (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার রাণীগঞ্জ বাজার এলাকার সম্পদের মোড়ে ঘটনাটি ঘটে। নিহত শাহানাজ রাণীগঞ্জ সরদারপাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মেয়েটি তার মাকে নিয়ে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলো। এ সময় রাণীগঞ্জগামী ইট বোঝাই একটি ট্রলি পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে শিশুটি চাকায় পিষ্ট হয়ে মারা যায়।
আরও পড়ুনঃ স্ত্রীর কাছে টাকা না পেয়ে ছেলেকে আছড়ে মারলেন বাবা
এ সময় শাহনাজের মায়ের চিৎকারে লোকজন এগিয়ে এসে ঘাতক ট্রলিটি আটকালেও চালক পালিয়ে যায়। ট্রলিটি বালাবাড়ী এলাকার ইটভাটা মালিক ওয়ারেছের বলে জানা গেছে।
ইত্তেফাক/নূহু