শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শ্রীলঙ্কাকে ৫০০ মিলিয়ন ডলার দিলো ভারত 

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২১:৪৮

শ্রীলঙ্কাকে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ দিয়েছে ভারত। দেশটিকে জ্বালানি সংকট মোকাবিলায় জরুরিভিত্তিতে তেল কিনতে এই ঋণ সহায়তা দিলো ভারত। বুধবার (২ ফেব্রুয়ারি) কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে এনডিটিভি। 

ভারতের একজন কর্মকর্তা জানান, ভারতীয় সরবরাহকারীদের কাছ থেকে পেট্রোলিয়াম পণ্য কিনতে শ্রীলঙ্কাকে এই ঋণ দেওয়া হচ্ছে।  

শ্রীলঙ্কান কর্তৃপক্ষ বৈদেশিক মুদ্রার সংকটে অপরিশোধিত তেল কিনতে না পেরে ভারতের কাছে এই অর্থ সাহায্য চেয়েছিল। গত অক্টোবরে দেশটির জ্বালানিমন্ত্রী উদয় গাম্মানপিলা জানান, দেশে যা তেল রয়েছে তা দিয়ে জানুয়ারি পর্যন্ত চলতে পারে।  

কর্মকর্তারা জানান, দুই সপ্তাহের আলোচনার পর বুধবার একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়েছে। 

একজন ভারতীয় কূটনীতিক বলেন, ভারত থেকে জরুরিভাবে প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ আমদানিতে তহবিল যোগাতে আরও এক বিলিয়ন ডলারের ঋণ নিয়ে আলোচনা চলছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কায় চাল, অটোমোটিভ যন্ত্রাংশ এবং সিমেন্টেরও ঘাটতি দেখা দিয়েছে। সুপারমার্কেটগুলোতে প্রধান কিছু খাবার রেশন করতে বাধ্য করা হয়েছে।

গত মাসে এই ঘাটতি দেশটিতে খাদ্য মূল্যস্ফীতিকে রেকর্ড ২৫ শতাংশে ঠেলে দিয়েছে। পর্যটন দেশটির বৈদেশিক মুদ্রা অর্জনের সবচেয়ে বড় খাত। কিন্তু করোনা মহামারিতে বড় ধরনের ধাক্কা খেয়েছে এই শিল্প। তথ্যসূত্র: এনডিটিভি। 

 

ইত্তেফাক/এসআর