শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঘনিষ্ঠ ৪ সহযোগীর পদত্যাগে আরও বিপাকে বরিস জনসন

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১০:৩৯

বিপদ যেন কাটছেই না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের। লকডাউনে জন্মদিনের অনুষ্ঠানসহ একাধিক পার্টিতে যোগ দেওয়ার অভিযোগে দিন দিন তার দাবি জোরালো হচ্ছে। এর মধ্যেই তাই ঘনিষ্ঠ ৪ সহযোগী পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) পদত্যাগ করেছেন তারা।

পদত্যাগকারী হলেন- প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি মার্টিন রেনল্ডস, চিফ অব স্টাফ রোজেনফিল্ড, যোগাযোগ বিষয়ক পরিচালক জ্যাক ডয়েল এবং তার প্রধান রাজনৈতিক কৌশলী মুনিরা মির্জা।

 মুনিরা মির্জা, রোজেনফিল্ড, মার্টিন রেনল্ডস ও জ্যাক ডয়েল

ধারণা করা হচ্ছে, পদত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে তিনজন ডাউনিং স্ট্রিটের পার্টিতে সরাসরি সম্পৃক্ত ছিলেন।

এদিকে, শুধু লকডাউনের মধ্যে মদের পার্টির আয়োজনে যোগ দেওয়া নয়, বরিস জনসনের বিরুদ্ধে আরও অভিযোগ উঠেছে, গত বছরের এপ্রিলে রানি দ্বিতীয় এলিজাবেথ, তার স্বামী প্রিন্স ফিলিপের শেষকৃত্য সম্পন্ন হওয়ার সময়ও ডাউনিং স্ট্রিটে পার্টির আয়োজন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আর সেটি ছিল বরিস জনসনের যোগাযোগ বিষয়ক পরিচালক জেমস স্ল্যাকের বিদায় উপলক্ষে।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এসব কেলেঙ্কারির জন্য তার কনজারভেটিভ পার্টির আইনপ্রণেতারাও ইতোমধ্যে তার পদত্যাগ দাবি করেছেন।

ইত্তেফাক/টিআর