বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চট্টগ্রামে পাসপোর্ট করাতে এসে রোহিঙ্গা নাগরিক আটক

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫১

চট্টগ্রামে পাসপোর্ট করাতে এসে এক রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। মোহাম্মদ আরমান নামে ঐ ব্যক্তিকে আটকের পর ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এক ব্যক্তি নিজেকে মোহাম্মদ আরমান, পিতা-ফয়সাল আমীন, মাতা-মারজান, গ্রাম-হরিশপুর, ডাকঘর ও উপজেলা-সন্দ্বীপ, জেলা-চট্টগ্রাম পরিচয় দিয়ে পাসপোর্টের আবেদন নিয়ে আসেন। আবেদনপত্রের সঙ্গে জন্মনিবন্ধন সনদ, মায়ের জাতীয় পরিচয়পত্র ও জাতীয়তা সনদ দাখিল করে ২ নম্বর কাউন্টারে ইন্টারভিউ সম্পন্ন করতে গেলে কর্মকর্তাদের সন্দেহ হয়।

এরপর ৪ নম্বর কাউন্টারে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সরবরাহ করা এসএএসের মাধ্যমে অফিস সহায়ক লিয়াকত আলী আঙুলের ছাপ যাচাই করে দেখেন ঐ ব্যক্তি ২০১৭ সালের ১০ আগস্ট আরমান (১৯), বাবার নাম সৈয়দ আলম উল্লেখ করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধন করেন। এরপর তাকে আটক করে ডবলমুরিং থানায় সোপর্দ করা হয়। 

ইত্তেফাক/ আরাফাত