বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পেন্টাগনে ঢুকে পড়া মুরগি কাস্টডিতে 

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ২১:০২

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের একটি নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ে এক মুরগি। এ নিয়ে ওই মুরগিকে কাস্টডিতে নেওয়া হয়েছে। দেশটির স্থানীয় একটি পশু কল্যাণ সংস্থা এ কথা জানিয়েছে। দ্য গার্ডিয়ান ও এপি’র বৃহস্পতিবারের (৩ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

ভার্জিনিয়ার অ্যানিমেল ওয়েলফেয়ার লিগ অব আর্লিংটন সামাজিক মাধ্যমে জানায়, সোমবার সকালে পেন্টাগনের কাছে মুরগিটিকে দেখা যায়। প্রশ্ন হচ্ছে, মুরগিটি কেন রাস্তা পার হয়ে পেন্টাগনে প্রবেশের চেষ্টা করছিল।  

এই সংস্থার এক কর্মী মুরগিটিকে তার জিম্মায় নিয়েছে। সংস্থার মুখপাত্র চেলসি জোন্স এক ইমেইল বার্তায় জানান, পেন্টাগনের কোনও স্থানে মুরগিটিকে নির্দিষ্টভাবে পাওয়া গেছে তা তিনি জানাতে পারছেন না। 

তিনি বলেন, 'মুরগিটিকে কোথায় পাওয়া গেছে তা প্রকাশ করার অনুমতি নেই। আমরা শুধু বলতে পারি, এটিকে একটি নিরাপত্তা চেকপয়েন্টে পাওয়া গেছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, মুরগিটি কোথা থেকে এসেছে বা কীভাবে পেন্টাগনে পৌঁছালো তা স্পষ্ট নয়। 

ইত্তেফাক/এসআর