বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে বেআইনিভাবে সরকারি গাছ কাটার অভিযোগ 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩১

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্নকাঠী এলাকায় বেআইনিভাবে সরকারি গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয়রা জানান, কর্নকাঠী এলাকার ইজ্জাতুল ইসলাম মাদ্রাসা সংলগ্ন জনৈক আ. জব্বার হাওলাদার সম্প্রতি রাস্তার দুইপাশের শতাধিক সরকারি গাছ কাটার জন্য লোকজন ভাড়া করে। পরবর্তীতে গাছগুলো কেটে তা বিক্রির করতে থাকে। 

আঃ জব্বার হাওলাদার জানান, সড়কের জায়গা এবং গাছের মালিকানার কাগজপত্র তার নামে রয়েছে। একটি চক্র তাকে হেয় প্রতিপন্ন করার জন্য সরকারি গাছ কাটার তথ্য সরবরাহ করছে। অথচ তার মালিকানাধীন জায়গার গাছ সে বিক্রি করে দিয়েছে আরও এক মাস পূর্বে।

বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরুজ্জামান জানান, সরকারি গাছ কাটার খবর পেয়ে তিনিসহ উপজেলা ভূমি কর্মকর্তা ও তহসিলদার পরিদর্শন শেষে পরবর্তীতে গাছ না কাটার জন্য নির্দেশনা দিয়েছেন। ইউএনও জানান, সরকারি রাস্তার পাশের গাছের মালিকানা সরকারের। এখানে কোনো ব্যক্তির গাছ লাগিয়েছে কিংবা কার জমি সেটা বিবেচ্য নয়। এ বিষয়ে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি। 



ইত্তেফাক/এমএএম