যুক্তরাষ্ট্রে এক মাকে ১৬ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। রেবেকা হগ নামের এই মায়ের ছেলেকে তার প্রেমিক হত্যা করে বলে প্রমাণ পাওয়া গেছে। ছেলের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মাকে এই কারাদণ্ড দিয়েছে ওকলাহোমার একটি আদালত। খবর বিবিসির
দুই বছর বয়সী শিশু রায়ডার হত্যাকাণ্ডে গত বছরের নভেম্বরে অভিযুক্ত হন ২৯ বছর বয়সী রেবেকা। তাকে ১৩ মাস কারাগারে কাটাতে হবে। বিচার চলার সময় ইতিমধ্যে তিন মাস কারাগারে কাটিয়েছেন। রেবেকা জানিয়েছেন, তিনি তার সন্তানের মৃত্যু ঠেকাতে সবকিছু করেছেন। কারণ আমার সন্তান খুবই সুন্দর, স্মার্ট এবং সুস্বাস্থ্যের অধিকারী ছিল।
রেবেকা বলেন, এই কয়েক বছরে আমরা সবচেয়ে বড় শান্তি যে লোকটি আমার ছেলেকে হত্যা করেছিল সেই ব্যক্তিই মারা গেছে।
২০২০ সালে নববর্ষে শিশু রাইডারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঐ দিন ভোরে কাজ শেষে বাড়ি ফিরে সন্তানকে মৃত অবস্থায় পান রেবেকা। এ ঘটনার পর তার বয়ফ্রেন্ড ক্রিস্টোফার ট্রেন্ড পালিয়ে যায়।