শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিপাকে টুইটার ব্যবহারকারীরা

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:০৬

প্রোগ্রামিং ইন্টারফেস জটিলতায় পোস্ট করতে গিয়ে এবার বিপাকে পড়েছিলেন টুইটার ব্যবহারকারীরা। এমনকি এ সময় নিজেদের করা টুইটও দেখতে পাননি তারা।

গত ১১ ফেব্রুয়ারি এক ঘণ্টারও বেশি সময় ধরে স্থায়ী ছিল এই সমস্যাটি। বিশেষ করে বড় বড় শহরের টুইটার ব্যবহারকারীরা বেশি সমস্যায় ভোগেন।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেলের একাধিক শহর এমনকি প্রতিবেশি ভারতের দিল্লীসহ অন্যান্য বড় শহরের ব্যবহারকারীরা বিষয়টি নিয়ে রিপোর্ট করেছেন। তবে কতজন ব্যবহারকারী এই সমস্যার মুখে পড়েন তা সঠিকভাবে জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে মোট ৪৮ হাজার ব্যবহারকারী এ সমস্যার মুখে পড়েন। শনিবার টুইটারে পোস্ট করে এই সমস্যার কথা জানিয়েছেন ব্যবহারকারীরা।

অপরদিকে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণে এমনটা হয়েছিল।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন