নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেনে, আওয়ামী লীগ পরিবার যদি এক থাকে তাহলে পৃথিবীর কোনো শক্তি নেই দাবিয়ে রাখার। আজ দেশ উন্নয়নে ভাসছে। বিদেশি বিভিন্ন দাতা সংস্থা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ দেখাচ্ছে।
রবিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খাগড়াছড়ি সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিমিয়কালে তিনি এ সব কথা বলেন।
তিনি বলেন, ১৫ বছর আগে দেশে বিনা চিকিৎসায় লোকজন মারা গেছেন, দেশে খাদ্যের অভাব ছিলেন। আর আজ দেশে খাদ্যে ভরপুর। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশ সব দিক দিয়ে এগিয়ে যাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী (অপু), পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী প্রমুখ।