চিত্রনায়ক এস এম আসলাম তালুকদার মান্না। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। আজ তার চলে যাওয়ার ১৪ বছর।
ঢাকাই ছবিতে দুর্দান্ত জনপ্রিয়তা অর্জন করা নায়ক মান্না। অকাল প্রয়াত এই নায়কের মৃত্যুর ১৪ বছর পরও মান্নার জনপ্রিয়তা রয়ে গেছে দর্শক মনে। ঢালিউড ইন্ডাস্ট্রির কথা এলে এখনো চলে আসে সুদর্শন এই নায়কের কথা।
নায়কের মৃত্যুবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণ করছেন অনেকেই। তাকে নিয়ে লিখছেন তার সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা।
স্বভাবতই পরিবারের সদস্যরা মান্নাকে স্মরণ করবেন, তাকে মিস করে বেদনায় ভুগবেন। নায়কের ছেলে সিয়াম ফেসবুকে দিয়েছেন বাবা ও মায়ের একটি ছবি। ক্যাপশনে লিখেছেন, ‘১৪ বছর! আমি তোমাকে মিস করি বাবা’।
ইত্তেফাক/বিএএফ