চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অঙ্গণ ৩২ বছর পূর্ণ করে ৩৩ তম বছরে পদার্পণ করেছে। এ উপলক্ষে সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কলা ঝুপড়িতে ঘরোয়া পরিবেশে বর্ষপূর্তি ও বসন্ত বরণ উৎসব পালন করে সংগঠনটি।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি প্রফেসর ড. রাহমান নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে, প্রক্টর ড. রবিউল হাসান ভূইয়া, সহকারী প্রক্টর ড. শহিদুল ইসলাম, গোলাম কুদ্দুস লাভলু, আহসানুল কবির পলাশ, এস এ এম জিয়াউর ইসলাম, আব্দুল ওয়াহেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক প্রফেসর ড. শ্যামল রঞ্জণ, প্রফেসর ড. আনোয়ার সাঈদসহ অন্যান্যরা ।
এ সময় উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেন, সংস্কৃতি হচ্ছে সভ্যতার বাহন। সংস্কৃতি ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না। অঙ্গণ সেই সংস্কৃতির চর্চা করছে ৩২ বছর ধরে। এসময় তিনি অঙ্গণের সফলতা কামনা করেন।