চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাতক্ষীরা জেলা ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বুদ্ধিজীবী চত্বরে দিবসটি উপলক্ষে সুন্দরবন সম্পর্কিত বিভিন্ন প্রামাণ্য চিত্র প্রদর্শন ও র্যালির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি শরীফ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শেখ বক্তিয়ার উদ্দিন, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মো. কোরবান আলি এবং মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক বিপ্লব কুমার দে।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশের অধিকাংশ মানুষই সুন্দরবন দিবস সম্পর্কে জানেন না। বলা চলে অন্যান্য দিবসের তুলনায় পিছিয়ে আছে আমাদের সুন্দরবন দিবস। আজকে এই দিনটা উদযাপন করার মূল উদ্দেশ্য সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করা।