বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

২০২৩ সাল থেকে স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি ২ দিন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৫

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী বছর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ২ দিন সাপ্তাহিক ছুটি থাকবে। 

শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানিয়েছেন।

দীপু মনি বলেন, ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন কারিকুলামে পাঠদান করা হবে।  এটা সফল হলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ, সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করা হবে। আর ২০২৪ সাল থেকে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে। 

তিনি বলেন, আমরা দেখব নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থীরা দক্ষতাসম্পন্ন হচ্ছেন কি-না। যখন চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে শিক্ষার্থীদের থেকে ফিডব্যাক পাবো, তখন নিজেদের সার্থক মনে করবো।

 

ইত্তেফাক/ইউবি