রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মো. রতন ওরফে বোমা রতন, মো. অমিত হাসান ওরফে গোল্ডেন অমিত, মো. খোকন ওরফে পিচ্চি খোকন, ইয়াসিন হাসান সেন্টু ওরফে নিনজা সেন্টু, রাজু আহমেদ ওরফে চাপাতি রাজু ও শাওন মোল্লা ওরফে মোবাইল শাওন। এসময় তাদের হেফাজত হতে ১ টি টিপ চাকু, ১ টি চাপাতি ও ৪ টি ধারালো চাকু উদ্ধার করা হয়।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মোহাম্মদপুর থানা গজনবি রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাই কতিপয় ডাকাত দলের সদস্যরা মোহাম্মদপুর থানার গজনবি রোড কলেজ গেটের সামনে অস্ত্রশস্ত্রসহ ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, এ চক্রের সদস্যরা মোহাম্মদপুর, আদাবর, শেরেবাংলা নগর থানা এলাকাসহ ঢাকা মহানগরীর আশপাশের এলাকায় নিয়মিত চুরি, দস্যুতা ও ডাকাতির কাজে জড়িত।
মোহাম্মদপুর থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ওয়াহিদুল ইসলাম, বিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।