রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

নরওয়ের শ্রেষ্ঠত্বে শেষ শীতকালীন অলিম্পিক

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ০১:২২

পিয়েংচাংয়ে গত আসরে সেরা হয়েছিল নরওয়ে। এবারও শ্রেষ্ঠত্ব ধরে রাখল তারা। শুধু ধরেই রাখেনি, শীতকালীন অলিম্পিকের এক আসরে সর্বোচ্চ সোনা জয়ের রেকর্ডও গড়েছে।

তাছাড়া প্রথম দেশ হিসেবে ছুঁয়েছে ৪০০ পদক জয়ের মাইলফলক। ১৬টি স্বর্ণ, ৮টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জসহ মোট ৩৭ পদক জিতে শীর্ষে থেকে এবারের আসর শেষ করে দেশটি। দ্বিতীয়তে থাকা জার্মানির অর্জন ১২ স্বর্ণ, ১০ রৌপ্য ও ৫ ব্রোঞ্জসহ ২৭টি পদক। ৯ স্বর্ণ, ৪ রৌপ্য, ২ ব্রোঞ্জ জিতে তিনে স্বাগতিক চীন।

রবিবার জমকালো আয়োজনে পর্দা নামে শীতকালীন অলিম্পিকের। চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছিল এবারের আসরটি। এর মাধ্যমে একমাত্র শহর হিসেবে গ্রীষ্মকালীন (২০০৮) ও শীতকালীন অলিম্পিক আয়োজনের বিরল ইতিহাস গড়ল বেইজিং।

১৭ দিনব্যাপী এ আসরে সেরা অ্যাথলেট নরওয়ের জোহানেস থিংনেস বো। বায়াথলনে চারটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জ জিতেছেন তিনি। পরবর্তি আসর (২০২৬) অনুষ্ঠিত হবে ইতালির মিলান-কোর্তিনা শহরে।

ইত্তেফাক/টিআর

এ সম্পর্কিত আরও পড়ুন