শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২২, ১৮:০৬

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দূতাবাসে জাতীয় পতাকা অর্ধনমিতকরণসহ দূতাবাসের অস্হায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ১৯৫২ সালে ভাষা শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান, এনডিসি, পিএসসি ও দূতাবাস কর্মকর্তাগণ। পরে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের পর এক আলোচনা সভায়  বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের কর্মকর্তাগণ ও সোনালী ব্যাংক প্রতিনিধি লুৎফর রহমান।

অনুষ্ঠানে দিবসের উপর নির্মিত একটি প্রামাণ্য ভিডিও চিত্রপ্রদর্শন করা হয়। এ সময় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা ছাড়াও কুয়েত প্রেস ক্লাবের সাংবাদিক ও কমিউনিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি