সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

দোহারে দুর্ভোগের কারণ যে সেতু

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৪৪

ঢাকার দোহার উপজেলার ডায়াগজারিয়া-ডায়ারকুম এলাকায় করুনাময় খালের ওপর নির্মিত সেতু ভেঙে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার হাজার হাজার মানুষ।

এছাড়া খাল পাড়ের গার্ড ওয়াল ভেঙে ঝুঁকিতে রয়েছে সড়ক। এতে সুতারপাড়া, নারিশা ও মুকসুদপুর ইউনিয়নবাসীসহ নবাবগঞ্জ হয়ে ঢাকাগামী যাত্রীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, ১৯৮৯ সালে করুণাময় খালের ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেতুটি নির্মাণ করে।  সেতুটির বর্তমান অবস্থা জরাজীর্ণ। ইতিমধ্যে সেতুর দুপাশের রেলিং ভেঙে গেছে। গত বছর সেতুর মাঝের অংশের পলেস্তারা ভেঙে যান চলাচল বন্ধ ছিল। পরে এলাকাবাসীর উদ্যোগে মেরামত করা হয়। এক সপ্তাহ আগে আবারও সেতুর মাঝের কিছু অংশের পলেস্তারা ভেঙে পড়ে। তার পর থেকে ঝুঁকি নিয়ে চলাচল করছে ছোট যানবাহন।

খাল পাড়ের গার্ড ওয়াল ভেঙে ঝুঁকিতে রয়েছে সড়ক।

বোয়ালী গ্রামের গৃহবধূ শিউলী আক্তার জানান, গত কয়েক বছরে বর্ষা মৌসুমে পদ্মা নদীর সঙ্গে যুক্ত করুণাময় খালের স্রোতে ঢাকা-দোহার-শ্রীনগর সড়কটির এই অংশের গার্ড ওয়াল ভেঙে যায়। সেতুর অবস্থাও নাজুক। ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা।

স্থানীয় বাসিন্দা মুরাদ হোসেন জানান, সেতুটির অবস্থা বেহাল। গার্ড ওয়াল ভেঙে গেছে। নিজেরা সড়ক ও জনপথ বিভাগ এবং এলজিইডিতে তদবির করেছি। কিন্তু কাজ হচ্ছে না।

সড়ক ও জনপথ অধিদপ্তরের মুন্সীগঞ্জ রেঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী ফাহিম রহমান খান জানান, সড়ক ও সেতুর সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

 

ইত্তেফাক/ইউবি