শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পুতিনের কড়া সমালোচনায় এরদোয়ান 

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৬

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনে হামলার ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। 

এরদোয়ান বলেন, 'ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন আঞ্চলিক শান্তিতে বড় আঘাত।'  

টেলিভিশনে এক ভাষণে এরদোয়ান বলেন, 'আমরা রাশিয়ার সামরিক অভিযান প্রত্যাখ্যান করি। এটি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য বড় আঘাত।'

বৃহস্পতিবার সকালের দিক ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন ভ্লাদিমির পুতিন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যখন পুতিনকে আগ্রাসন বন্ধ করতে অনুনয় করেন ঠিক একই সময় এক টেলিভিশন ভাষণে পুতিন ডনবাসে অভিযানের ঘোষণা দেন। এর পর থেকে ইউক্রেনে দফায় দফায় হামলা চালায় রাশিয়া। 

ইউক্রেন দাবি করেছে, তারা রাশিয়ার অন্তত ৫০ জন সেনাকে হত্যা করেছে। অন্যদিকে রাশিয়ার হামলায় ৪০ জনের বেশি ইউক্রেনের সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাজধানী কিয়েভ। 

 

 


 

 

ইত্তেফাক/এসআর